কিশোরগঞ্জের মহিনন্দ ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শনিবার (০৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (০৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ওই অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জ্যোর্তিময় রায়।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর মহিনন্দ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা বিকেল ৫টায় কর্মস্থল ত্যাগ করে। গত ৬ সেপ্টেম্বর অফিস সহায়ক মোঃ মোশাররফ হোসেন মোবাইল ফোনে জ্যোর্তিময় রায়কে জানান, “অফিসে চুরি হয়েছে।” পরে বেলা সাড়ে ১১টার দিকে জ্যোর্তিময় রায় অফিসে এসে দেখতে পান তাঁর কক্ষের জানালার একটি রড কাটা, ভিতরের রেকর্ড রুমের দরজার তালা ভাঙ্গা, রেকর্ড রুমের ভিতরের ১টি স্টিলের আলমারির লক ভাঙা, একটি আলমারীর ডালা ও ড্রয়ার গুলো খোলা এবং রেকর্ডপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। উপসহকারী ভূমি কর্মকর্তার রুমের স্টিলের আলমারির লক ভাঙা ও সকল ড্রয়ার খোলা এবং ফাইলপত্র এলোমেলো অবস্থায় নিচে পড়ে রয়েছে। এছাড়াও অফিসের সৌর বিদ্যুতের ব্যাটারিটি পাওয়া যায়নি, যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। কে বা কাহারা চুরি করেছে তাহা এখনো সনাক্ত করা যায়নি।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জ্যোর্তিময় রায় বলেন, অফিস সহায়কের ফোন পেয়ে এসে দেখি চুরির ঘটনা ঘটেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে থানায় অভিযোগ দায়ের করেছি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান মারুফ বলেন, খবর পেয়ে পরিদর্শনে যাই। প্রত্যেকটা আলমারির লক ভাঙা, ড্রয়ারের লক ভাঙা পাই। সৌর বিদ্যুতের ব্যাটারি পাওয়া যায়নি। চুরি যাওয়া এবং ঘটনাস্থলের বিবরণ উল্লেখ করে ডিসি স্যারকে একটি প্রতিবেদন দিয়েছি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Comments
comments