ঢাকাশনিবার , ২৬ মার্চ ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রতিবেদক
Kolom 24
মার্চ ২৬, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে গুরুদয়াল কলেজের স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল ৮টায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দুপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৭১’র শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম.এ আফজল, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ মান্নান প্রমুখ।

বিকেলে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহনে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা এবং কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা একাদশ, পৌর একাদশ ও সূধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

Comments

comments