ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে রাতের অন্ধকারে ১০ লাখ টাকা মূল্যের লরি ট্রাক্টর চুরি

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ৮, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ১০ লাখ টাকা মূল্যের একটি লরি ট্রাক্টর চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০৪ আগস্ট) দিবাগত রাতে জেলা শহরের গাইটাল ফার্মের মোড় এলাকা থেকে লরি ট্রাক্টরটি চুরি যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (০৫ আগস্ট) কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন লরি ট্রাক্টরটির মালিক মকবুল হোসেন বকুল।

অভিযোগ সূত্রে জানা গেছে, বকুল একজন ঠিকাদার। তিনি প্রতিদিনের মতো ঠিকাদারির কাজ শেষে শুক্রবার সন্ধ্যায় লরি ট্রাক্টরটি জেলা শহরের গাইটাল ফার্মের মোড়ের ঈশাখা ক্লিনিকের বিপরীতে রাস্তার পাশে পার্ক করে রাখেন। পরদিন শনিবার সকালে ওই জায়গায় গিয়ে দেখেন লরি ট্রাক্টরটি নেই। পরে স্থানীয় একটি পেট্রোল পাম্পের সিসিটিভির ফুটেজে দেখা যায় অজ্ঞাত কয়েকজন লরি ট্রাক্টরটি নিয়ে যাচ্ছে।

ভুক্তভোগী লরি ট্রাক্টরটির মালিক মকবুল হোসেন বকুল বলেন, আমার চুরি যাওয়ার পর থানা থেকে এখন পর্যন্ত কোন তদন্ত আসেনি। সিসিটিভির ফুটেজ থাকা স্বত্তেও কোনো সুরাহা পাচ্ছি না। পুলিশ প্রশাসনের কাছে আমার লরি ট্রাক্টরটি উদ্ধার এবং চোরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শ্যামল মিয়া বলেন, এ ঘটনায় মামলা রজু হয়েছে। সিসিটিভির ফুটেজের মাধ্যমে আসামিদের সনাক্তের চেষ্টা চলছে। খুব শীঘ্রই রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

Comments

comments