কিশোরগঞ্জে রেল লাইনের উপর বসে হেডফোন লাগিয়ে মুঠোফোনে কথা বলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কানিকাটা এলাকার রেললাইনের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদমান সাকিন ভূইয়া (১৯) তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর এলাকার মোঃ হাবিবুর রহমান ভুইয়ার ছেলে। সে তাঁর মামার কানিকাটা এলাকার বাসায় থেকে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতো।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে সাদমান হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেন আসছে বলে কয়েকজন চিৎকার দিয়ে ডাক দিলেও মোবাইলে কথা বলায় মগ্ন থাকায় কারও ডাক চিৎকার শুনতে পাননি। এমনকি ট্রেনের হুইসাল পর্যন্ত শুনেননি সাদমান। এ সময় চট্টগ্রাম অভিমুখী নাসিরাবাদ লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন সাদমিন। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে রেলওয়ে পুলিশ গিয়ে রেললাইনের পাশ থেকে সাদমিনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা বলছেন, শুধুমাত্র অসচেতনতার জন্য কলেজ পড়ুয়া এমন একটা তাজা প্রাণ চলে গেল। প্রায়ই দেখি এ যুগের ছেলেমেয়েরা কানে হেডফোন গুজে রেললাইনের ধারে, রাস্তাঘাটে কথা বলে। এমন কেন করে তারা। ছেলেটাকে এভাবে চিৎকার চেঁচামেচি করে ডাক দিয়েও বাঁচানো গেল না। হেডফোন কানে লাগিয়ে রাখলে বাইরের কথা কিভাবে শুনবে বা ট্রেনের হুইসেলই কিভাবে শুনবে?
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Comments
comments