ঢাকাশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই ব্যক্তি আটক

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ৬, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের আতকাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক দুই ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জগন্নাথপুর গ্রামের সিরন মিয়ার ছেলে মোঃ বোরহান উদ্দিন (২২) ও একই গ্রামের ইরন মিয়ার ছেলে মোহাম্মদ সাইদুর রহমান (৩৫)।

কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের আতকাপাড়া গ্রামে দুই ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করবে। তথ্যের সত্যতা নিশ্চিত করে মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বোরহান উদ্দিন ও মোহাম্মদ সাইদুর রহমানকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে সাত কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, বোরহান উদ্দিন ও মোহাম্মদ সাইদুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments