কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ৯৪টি সংগঠনের মধ্যে ২২ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার চিকিৎসক মো. মাহাবুবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ পারভীন, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।
Comments
comments