ঢাকামঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে মাদক কারবারি আটক

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৬, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে ৫০০ পিস ইয়াবা ও ১টি মোবাইলসহ মোঃ মোজাম্মেল (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার উত্তর সেহড়া গ্রাম থেকে তাকে আটক করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক মোজাম্মেল সদর উপজেলার বৌলাই ইউনিয়নের বিল বরুল্লা গ্রামের মোঃ জয়নাল উদ্দিনের ছেলে।

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার উত্তর সেহড়া গ্রামে এক মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ও ১টি মোবাইলসহ মোজাম্মেলকে আটক করা হয়।

তিনি জানান, মোজাম্মেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments