কিশোরগঞ্জে ৫০০ পিস ইয়াবা ও ১টি মোবাইলসহ মোঃ মোজাম্মেল (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার উত্তর সেহড়া গ্রাম থেকে তাকে আটক করে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক মোজাম্মেল সদর উপজেলার বৌলাই ইউনিয়নের বিল বরুল্লা গ্রামের মোঃ জয়নাল উদ্দিনের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার উত্তর সেহড়া গ্রামে এক মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ও ১টি মোবাইলসহ মোজাম্মেলকে আটক করা হয়।
তিনি জানান, মোজাম্মেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Comments
comments