‘খেলায় মাতবে তরুণ প্রাণ, সুস্থ চর্চার জয়গান’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে কিশোরগঞ্জের সাবেক কৃতী খেলোয়াড়দের সম্মাননা ও নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর বিদ্যালয় মাঠে মানবিক সামাজিক সংগঠন লাভ শেয়ার বিডি’র আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা। এতে বিশেষ অতিথি ছিলেন কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ উদ্দিন আহমেদ, সিনিয়র আইনজীবি মো. শফিকুল ইসলাম, পদ্মা জেনারেল হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলম, জেলার সাবেক কৃতী খেলোয়াড় আতিকুল ইসলাম পিন্টু এবং মেজবাহ উদ্দিন আহমেদ।
টুর্নামেন্টের উদ্যোক্তা লাভ শেয়ার বিডি’র সদস্য রায়হান কাওসার বাপ্পী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দলের তরুণ খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী রাতে ব্রাদার্স স্কোয়াড বনাম লায়ন্স ফাইভ এবং ভিক্টরী বয়েজ বনাম ড্যাঞ্জারার্স রয়েলস এর মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দুটি ম্যাচেই পরিচালনা করেন জেলা রেফারি এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শামীম খান।
বৃষ্টি উপেক্ষা করে হাজারো দর্শক ম্যাচ দুটি উপভোগ করেন। টুর্নামেন্টের উদ্যোক্তা রায়হান কাওসার বাপ্পী জানান, তরুণদের মাদক থেকে রাখতে ও মাঠে ফেরাতে নাইট ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। এছাড়া কৃতী খেলোয়াড়দের সম্মাননা দেওয়ার মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গণে তাদের অবদানকে সম্মান জানানো হচ্ছে।
Comments
comments