ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ২০, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের তাড়াইলে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের দক্ষিণ পাশের তালজাঙ্গা রোডে টমটমবোঝাই এসব সার জব্দ করা হয়। এ সময় সার পরিবহনে ব্যবহৃত টমটমটিও জব্দ করে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ জানায়, দুপুরে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের দক্ষিণ পাশের তালজাঙ্গা রোডে ৩০০ বস্তা টিএসপি সারের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনে খবর দেন। পরে উপপুলিশ পরিদর্শক লুৎফর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা কৃষি উপসহকারীদের উপস্থিতিতে সারসহ টমটমটি জব্দ করে থানায় নিয়ে যান। এ সময় চালককে পাওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, স্থানীয় লোকজন ফোন করে জানায়, সারবোঝাই একটি টমটম গাড়ি পরিত্যক্ত অবস্থায় পুরুড়া বাজারে রয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ ও কৃষি উপসহকারীগণ গিয়ে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করে থানায় নিয়ে আসেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, টমটমবোঝাই ৩০০ বস্তা টিএসপি সার পরিত্যক্ত অবস্থায় পরে থাকতে দেখে জনগণ থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সারের বস্তাগুলো থানায় নিয়ে আসা হয়। চালককে আটক করা সম্ভব হয়নি। সে আগেই পালিয়ে গেছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া অবলম্বন করা হবে।

Comments

comments