কিশোরগঞ্জের তাড়াইলে ডাক্তার দম্পতি মমিনুল হক মমিন ও আফসানা হোসেন শাওনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ। শনিবার (২৩ জুলাই) বিকেলে তাড়াইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন, তাড়াইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ হোসাইন, ব্যবসায়ী ওমর ফারুক, আল-আমিন রুবেল, মারুফ আকিক, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীর প্রমুখ।
বক্তারা ডাঃ মমিনুল হক মমিন ও তার সহধর্মিণী ডাঃ আফসানা হোসেন শাওন দম্পতির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
জানা যায়, ১৫ জুলাই মোছাঃ লাকি আক্তার (২২) স্বামী মোতাহার বাদী হয়ে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ডাক্তার দম্পতি জামিন পান। ডাক্তার দম্পতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করায় ফুঁসে ওঠে এলাকার সাধারণ জনগণ। এরই প্রতিবাদে শনিবার শত শত সাধারণ মানুষের উপস্থিতিতে ডাক্তার দম্পতির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
Comments
comments