ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্বে ফিরলেন কিশোরগঞ্জের প্রত্যাহার হওয়া এসপি হাছান চৌধুরী

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ৪, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

প্রায় তিন মাস আগে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে আবার কিশোরগঞ্জ জেলায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ৩ আগস্ট (রবিবার) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন।

গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার থাইল‌্যান্ড যান। এ সময় তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া নিয়ে শুধু প্রশাসনের অভ্যন্তরেই নয়, রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়। অনেকেই ব‌লে‌ছি‌লেন, এই সাবেক রাষ্ট্রপতিকে বিদেশে যেতে দেওয়া ঠিক হয়‌নি।

এই ঘটনার পরপরই কিশোরগঞ্জের তৎকালীন পুলিশ সুপার হাছান চৌধুরীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। একইসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং আরও দুইজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পুনর্বিবেচনায় এসপি হাছান চৌধুরীর দায়িত্ব পালনে প্রশাসনিক কোনো গাফিলতি পাওয়া না যাওয়ায় তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে বলে একটি সূত্র জানি‌য়ে‌ছে। এর ফলে তিনি আবার কিশোরগঞ্জে এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০২৪ সা‌লের ৩১ আগস্ট এস‌পি হি‌সে‌বে তি‌নি প্রথম যোগদান ক‌রে‌ছি‌লেন।

এ প্রস‌ঙ্গে মোহাম্মদ হাছান চৌধুরীর স‌ঙ্গে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ব‌লেন, আমি আজ সোমবার থে‌কে এস‌পি হি‌সে‌বে দা‌য়িত্ব পালন শুরু ক‌রে‌ছি। আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে সবার সহ‌যো‌গিতায় চাই।

প্রসঙ্গত, থাইল‌্যা‌ন্ডে চিকিৎসা শেষে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৯ জুলাই দেশে ফিরে আসেন।

Comments

comments