ঢাকারবিবার , ৬ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া পুড়াভিটার চি‎হ্নিত ৬ মহিলা মাদক ব্যবসায়ীর আত্মসমর্পন

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৬, ২০২০ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকার ৬ নারী মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার মুসলেকা দিয়ে আত্মসমর্পন করেছে। তারা গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীরের কাছে আত্মসমর্পন করে।

আত্মসমর্পন করা মাদক ব্যবসায়ীরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকার সোবাহান শেখের স্ত্রী শাহনাজ বেগম (৩৮), ইব্রাহিম প্রামানিকের স্ত্রী লাইলী বেগম (২৮), জামাল বিশ্বাসের মেয়ে সাথী আক্তার (৪০), কাজী আরিফের স্ত্রী রোজিনা বেগম (৫০), আজমত শেখের স্ত্রী বেবী খাতুন (৫৫), মিজানুর রহমানের স্ত্রী রহিমা খাতুন (৬৫)।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন পুড়াভিটা এলাকা দীর্ঘদিন ধরে মাদকের স্পট হিসেবে পরিচিত। আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে প্রতিনিয়ত মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটক করা হলেও কিছুটা নিয়ন্ত্রণ ছাড়া পরিস্থিতির তেমন কোন উন্নতি হচ্ছিল না। এ পরিস্থিতিতে গোয়ালন্দ ঘাট থানার ওসি চি‎হ্নিত ৬ মাদক ব্যবসায়ীকে আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহন করেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আত্মসমর্পন করা ৬জনের বিরুদ্ধেই ৫/৮ টি করে মাদক মামলা রয়েছে। বিভিন্ন সময় তারা আটক হলেও জামিয়ে বের হয়ে এসে একই কাজে জড়িয়ে পরে। মাদক ব্যবসা ছেড়ে দিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার মুসলেকা দিয়েছে। ভবিষ্যতে তারা আর কখনো মাদক বেচা-কেনায় সম্পৃক্ত হবে না বলেও অঙ্গিকার করেছে। তাদেরকে পুনর্বাসনের জন্য তিনি বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন জানিয়ে বলেন, ‘সমাজের বিত্তবানদেরও এ ক্ষেত্রে এগিয়ে আসা প্রয়োজন।’

Comments

comments