ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে না পারা ষষ্ঠ ব্যক্তি ট্রাম্প?

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ৫, ২০২০ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

এবারের মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের পথে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রারথ ডোনাল্ড ট্রাম্প এবার হেরে গেলে একুশ শতকে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে পারবেন না।

২০১৬ সালে ট্রাম্প জেতার আগে প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। ওবামা প্রথম জিতেছিলেন ২০০৮ সালে। দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন ২০১২ সালে। প্রায় সব প্রেসিডেন্টই দ্বিতীয়বার নির্বাচনে জয় লাভ করেছেন। তবে অ্যামেরিকার ইতিহাসে এমনও কিছু প্রেসিডেন্ট আছেন, যাঁরা দ্বিতীয়বারের নির্বাচনে হেরে গিয়েছেন। ২০২০ সালের মার্কিন নির্বাচনের জনমত সমীক্ষা বলছে, ট্রাম্প হেরে যেতে পারেন। ভোটের ফলাফল এখনো পর্যন্ত যা মিলেছে, তাতে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। তবে যদি জনমত সমীক্ষার ফলাফল অনুযায়ী ট্রাম্প হেরে যান, তা হলে রেকর্ড তৈরি হবে।

১৯৯২ সালে শেষবার দ্বিতীয় নির্বাচন হেরেছিলেন বুশ সিনিয়র। পরবর্তী কালে তার ছেলে জর্জ ডাব্লিউ বুশ জুনিয়ার দুইবার মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন। সিনিয়র বুশ ক্ষমতায় এসে গালফ ওয়ার বা উপসাগরীয় যুদ্ধ শুরু করেছিলেন। উপসাগরীয় যুদ্ধ নিয়ে মার্কিন জনতার মনে দেশপ্রেম জাগলেও অর্থনৈতিকভাবে সে সময় আমেরিকা কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। মনে করা হয়, সে কারণেই তিনি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে পারেননি।

ট্রাম্প কি পারবেন? সমীক্ষার ফলাফল বলছে পারবেন না। তবে নির্বাচনের ফলাফল এখনো স্পষ্ট নয়। দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হচ্ছে। ট্রাম্প হেরে গেলে ১৯৯২ সালের পরে ফের কোনো প্রেসিডেন্ট দ্বিতীয়বার সিংহাসন দখল করতে পারবেন না।

আমেরিকার ইতিহাসে প্রথমবার ১৯১৩ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার নজির গড়েছিলেন উইলিয়াম টাফট। উড্রো উইলসনের সামনে কার্যত উড়ে গিয়েছিলেন তিনি। বলা হয়, প্রথমবারেও রুজভেল্টের সাহায্যেই তিনি নির্বাচনে জয়লাভ করেছিলেন। কিন্তু দ্বিতীয় দফায় রুজভেল্টের সঙ্গে তার তীব্র মতপার্থক্য হয়। রুজভেল্টের অংকেই দ্বিতীয় দফায় উড্রো উইলসনের কাছে তিনি হেরে যান।

১৯২৯ সালে ৩১ তম মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন হার্বার্ট হুভার। তিনি ক্ষমতায় আসার পরেই অ্যামেরিকায় সব চেয়ে বড় স্টক মার্কেট ক্র্যাশ হয়। সেই ঝড় সামলাতে পারেননি প্রেসিডেন্ট, দ্বিতীয়বার রুজভেল্টের কাছে হেরে যান। ৩৮তম মার্কিন প্রেসিডেন্ট গেরাল্ড ফোর্ড এবং ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টারও দ্বিতীয়বার প্রেসিডেন্টের সিংহাসন দখল করতে পারেননি।

Comments

comments