ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম নিয়ে রাজনীতি ছাড়েন, বেহেশতের টিকেট বিক্রি বন্ধ করেন- জামায়াতকে হাবিব উন নবী সোহেল

প্রতিবেদক
Kolom 24
আগস্ট ২০, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন ধর্ম নিয়ে রাজনীতি ছাড়েন। বেহেশতের টিকেট বিক্রি বন্ধ করেন। জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় নেয়, আপনারা ঠেকাবার কে। জনগণকে পাশ কাটিয়ে ইনু-মেননরা যেভাবে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে ঢুকে গিয়েছিল, মনে চাইলে আপনারাও ঢুকে যান।

বুধবার (২০ আগস্ট) বিকালে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাবিব উন নবী খান সোহেল আরো বলেন, জিয়াউর রহমান সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। মানুষকে ডেকে ডেকে রাজনীতিতে এনেছেন। শেখ হাসিনাকেও বিদেশ থেকে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। সুযোগ দিয়েছেন বলেই অবৈধ প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন তিনি। আর শেখ হাসিনা ক্ষমতায় থেকে সবার রাজনীতি বন্ধ করে দিয়েছেন। কাউকে রাজনীতি করার সুযোগ দেননি।

তিনি বলেন, সংস্কার আর বিচারের নামে নির্বাচন পিছিয়ে দেয়ার কোনো যৌক্তিকতা নেই। নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে, তারা সংস্কার করবে এবং স্বৈরাচারের বিচার করবে। নির্বাচন বানচালের যে কোনো প্রচেষ্টা শহীদ জিয়ার সৈনিকেরা প্রতিহত করবে।

বাজিতপুর উপজেলার ভাগলপুর খেলার মাঠে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল।

এতে আরো বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রহুল হোসাইন ও রুহুল আমিন আকিল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ মজিবুর রহমান ইকবালকে সভাপতি, মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক, মুস্তাফিজুর রহমান মামুন ও মোহাম্মদ আলীকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

Comments

comments