ঢাকামঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নিকলীতে নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৬, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এবং কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকালে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সজীব ঘোষ, আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক সোহাগ মিয়া, মেডিকেল অফিসার চিকিৎসক দিলশাদ হাসান রায়হান, নার্সিং সুপারভাইজার চারুবালা দাস, এইচ আই ইনচার্জ মোঃ আব্দুর রহিম, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল বাতেন চৌধুরী, এমটি (ইপিআই) মোঃ নুরুদ্দিন প্রমুখ।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ তাঁর বক্তব্যে বলেন, “সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকরা প্রতিদিন অসংখ্য রোগীর সেবা দিয়ে যাচ্ছেন। তা সত্বেও সেবা গ্রহণকারী রোগীদের এবং তাদের স্বজনদের এমন উগ্র আচরণ অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। এসব ঘটনার সুষ্ঠু বিচার অত্যাবশ্যক। একই সাথে নিরাপদ কর্ম পরিবেশ সকলেরই কাম্য।”

উল্লেখ্য যে, জেলার ১৩ উপজেলায় একযোগে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এবং কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এর আগে শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসার জন্য এক বয়স্ক নারীকে নিয়ে জরুরি বিভাগে আসেন স্বজনরা। তবে সেখানে পৌঁছার আগেই মারা যান তিনি। কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে দেখে মৃত ঘোষণা করেন এবং জানান তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তখন রোগীর স্বজনরা ওই চিকিৎসকের ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় মেরে চলে যান।

এ ঘটনায় শনিবার (০৩ ডিসেম্বর) রাতে হামলার শিকার চিকিৎসক দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Comments

comments