কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষ ও চর্ম-যৌন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. একরাম আহসান জুয়েল সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। রাজনৈতিক কারণে বিশেষজ্ঞ এই চিকিৎসক দীর্ঘদিন যাবৎ পদোন্নতিবঞ্চিত ছিলেন।
ডা. মো. একরাম আহসান জুয়েল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর হাজীবাড়ীর অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আব্দুল হামিদ বিএসসি ও মরহুমা হোসনে আরা বেগম দম্পতির সুযোগ্য সন্তান।
১৯৭৪ সালে জন্মগ্রহণ করা ডা. মো. একরাম আহসান জুয়েল কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে কৃতিত্বের সাথে এসএসসি, ১৯৯০ সালে গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
১৯৯৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিবিএস পাসের মাধ্যমে চিকিৎসা পেশায় ২০তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।
ডা. মো. একরাম আহসান জুয়েল এফসিপিএস বাংলাদেশের একজন ১ম সারির চর্ম-যৌন বিশেষজ্ঞ। কর্মজীবনে তিনি বিভিন্ন স্থানে সততা, নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষ ও চর্ম-যৌন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করছেন।
ডা. মো. একরাম আহসান জুয়েল ১ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক। তার সহধর্মিণী ডা. মাসুমা আমানুল্লাহ একজন গাইনি এন্ড অবস্ বিশেষজ্ঞ। তিনি জেলা শহরের শোলাকিয়া রোডে প্রতিষ্ঠিত পপুলার হাসপাতালে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
ডা. মো. একরাম আহসান জুয়েল সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় তার শুভানুধ্যায়ী এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এছাড়া কিশোরগঞ্জ জেলা ড্যাবের নেতৃবৃন্দ ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
Comments
comments