ঢাকাবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়ায় দুই চোরাই মোটরসাইকেলসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Kolom 24
এপ্রিল ২৫, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চোরাই দুই মোটরসাইকেলসহ ১৬ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার (২৪ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া উপজেলার বটতলা চৌরাস্তা রয়েল কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সাজন ঘোষ (৩৩) জেলার কটিয়াদী উপজেলার ভোগপাড়া ঘোষপাড়ার এলাকার হরিঘোষের ছেলে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বটতলা চৌরাস্তা রয়েল কাউন্টারের সামনে চোরাই মোটরসাইকেল কেনা-বেচা হচ্ছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযান পরিচালনা করে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়৷

ওসি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সাথে জড়িত চার জন পালিয়ে যায়। চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় সাজন ঘোষের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার সাজন ঘোষকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

comments