সম্প্রতি জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে, আচ্ছা…কথা হলো আমাদের জন্য আমাদের সমিতিগুলো কি ভ্যাকসিন আনার ব্যবস্থা করবেনা???
শুধু মাহি নয় বেশির ভাগ শিল্পীই শুরু থেকেই চাইছিলেন যেন করোনার ভ্যাকসিন পাওয়ার সুবিধা দেওয়া হয় সমিতির পক্ষ থেকে।
অবশেষে দেশে ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। আর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও শিল্পীদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ মাহির চাওয়া পূর্ণ করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
এ ব্যাপারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘শিল্পীদের সুবিধার্থে আমরা সমিতির পক্ষ থেকে রেজিস্ট্রেশন ও বাড়ির কাছাকাছি বুথে টিকা নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। যেন সহজেই তারা টিকা গ্রহণ করতে পারেন…।’
Comments
comments