বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ডক্টর গোলসান আরা বেগম ও সাধারণ সম্পাদক কায়সার আহমেদ লিংকনের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পার্পণ করা হয়।
পুস্পার্পণ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন পরিষদের সহ সভাপতি আবু এহসান অপু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আকবর খন্দকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শফিকুল ইসলাম গোলাপ, সম্পাদক মন্ডলীর সদস্য দীপক দাস প্রমুখ।
বিকেলে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ অস্হায়ী কার্যালয়ে ডক্টর গোলাসান আরা বেগমের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
Comments
comments