জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারী বিএনপি-জামাতের মদদ পুষ্ট ও ধর্মান্ধগোষ্ঠী কর্তৃক বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগ এ কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহমুদা হোসেন মলির সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ কদ্দুছ, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপিকা দিলরুবা সারমীন, সহ সভাপতি নূর জাহান মিতু, মহানগর যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা আহমেদ, শারমীন আক্তার লাকী, মার্জিয়া আক্তার হাসি প্রমুখ।
বক্তরা বলেন, পাকিস্তানি দোসর বিএনপি জামাত এখনো বাংলাদেশে এখনও ঘুরে বেড়াচ্ছে। যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতা করছে। বিরোধীতাকারীদের আইনের আওতায় এনে দেশের সকল জেলায় ভাস্কর্য নির্মাণের দাবি জানান বক্তরা।
Comments
comments