ঢাকারবিবার , ১৩ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নকলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ মিছিল সমাবেশ

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ১৩, ২০২০ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে, দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে ও জাতির পিতার মর্যাদা অক্ষুন্ন রাখতে শেরপুর জেলার নকলা উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা কমান্ডের আয়োজনে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। ১৩ ডিসেম্বর রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে প্রতিবাদ সভাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদ নকলা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মনসুরের নেতৃত্বে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলের অগ্রভাবে ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ আলম মঞ্জু প্রমুখ। এছাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মো. মজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নকলা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপনসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তি যোদ্ধার সন্তান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক কমান্ডার স্মৃতি সংসদের নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা একাত্বতা ঘোষনা করে এ প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন।

প্রতিবাদ মিছিল শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চারনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির পিতার অবমাননাকারীরা শয়নে-স্বপনে দেশের অমঙ্গল কামনা করে। তারা জাতির জনকের ভাস্কর্য ভেঙ্গে স্বাধীনতা বিরোধীরা এদেশে পাকিস্তানী আদর্শ কায়েম করতে চায়। কিন্তু স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী এমন অগণিত সাধারণ জনগন আছেন, যারা কখনও এটা মেনে নিতে পারনে না। বক্তারা আরও বলেন, পৃথিবীর মানচিত্রে যতদিন বাংলাদেশ নামক কোন দেশ থাকবে, ততদিন স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অম্লান থাকবে। এদেশে যার জন্ম না হলে আমরা হয়তোবা কোনদিন স্বাধীন হতে পারতাম না। হতে পারতাম না স্বাধীন বাঙলার গর্বিত নাগরিক। তাঁর (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)-এর কোন ধরনের অবমাননা আমরা সহ্য করতে পারি না, সহ্য করবো না। মুক্তিযোদ্ধের বিপক্ষের শক্তিকে প্রতিহত করতে প্রয়োজনে আবার রক্তদিতে প্রস্তুত আছেন বলে বক্তব্যের মাধ্যমে জানান দেন তাঁরা।

Comments

comments

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শাবি শিক্ষক সমিতির নিন্দা

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৭, ২০২০ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রোববার (৬ ডিসেম্বর) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহির বিন আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের ঘটনায় শাবি শিক্ষক সমিতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। এধরণের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সকল দুর্বৃত্ত স্বাধীনতার বিরোধিতাকারী, দেশের শত্রু। এদের সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির মাধ্যমে মূল উৎপাটন করতে আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Comments

comments

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শাবি ছাত্রলীগের বিক্ষোভ

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৬, ২০২০ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি মূল ফটক থেকে শুরু হিয়ে তপোবন আবাসিক এলাকা ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, সহ-সম্পাদক নিউটন দাস, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল রোমান, সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়া, ফিরোজ আলম ভূঁইয়াসহ শতাধিক নেতাকর্মী।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Comments

comments