কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রোববার (৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি মূল ফটক থেকে শুরু হিয়ে তপোবন আবাসিক এলাকা ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, সহ-সম্পাদক নিউটন দাস, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল রোমান, সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়া, ফিরোজ আলম ভূঁইয়াসহ শতাধিক নেতাকর্মী।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Comments
comments