কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরে ‘শাবি শিক্ষক সমিতি’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
অধ্যাপক ফরিদ বলেন, বাংলাদেশে ভাস্কর্য নিয়ে বিতর্কের সুযোগ নেই। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন মুসলিম ও অমুসলিম দেশে ভাস্কর্য আছে। আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি, তখন কিছু দুর্বৃত্ত ধর্মের নামে উস্কানিমূলক কথা বলছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে আর বাড়তে দেওয়া যাবে না।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান বাংলাদেশের সংবিধানের অংশ। বঙ্গবন্ধুর উপর আঘাত করা মানে সংবিধানের উপর আঘাত করা। যারা বঙ্গবন্ধুকে উপর আঘাত করবে, এ দেশের আইন মানবে না, ধর্মের নামে উস্কানিমূলক কথা বলবে তাদেরকে কঠোর ভাবে প্রতিহত করতে হবে। এদেশে থাকতে হলে সংবিধানের নিয়ম মেনে চলতে হবে। অন্যথায় তাদেরকে এ দেশ থেকে বের হয়ে যেতে হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল গণি প্রমুখ।
Comments
comments