পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেছেন, পুলিশ জনগণের বন্ধু, বন্ধু হয়েই অপরাধ দমন করছে পুলিশ। একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেই দেশের উন্নয়ন হয়। গত ১২ বছরে বাংলাদেশের উন্নয়নে আইন শৃংখলা পরিস্থিতির উন্নতিই তা প্রমাণ করে। শনিবার সকালে পুলিশ লাইন’স ড্রিল সেডে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, জিপি বিজয় শংকর রায়, পিপি শাহ আজিজুল হক, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু। পরে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়।
Comments
comments