ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘বাকশাল’ কায়দায় আ. লীগ শাসন কায়েম করছে: ফখরুল

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ৭, ২০২০ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

১৯৭৫ এর আগে যেভাবে একদলীয় শাসন ‘বাকশাল’ গঠন করা হয়েছিলো; ঠিক একই কায়দায় আওয়ামী লীগ এখন এক দলের শাসন কায়েম করেছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকার লজ্জাহীনের মত রাষ্ট্রক্ষমতা দখলে রেখেছে।

সাত নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করছে বিএনপি। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাওয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব আরও জানান, ‘৭ নভেম্বরের চেতনা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৯৭৫ সালে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলো। একই চেতনা বুকে ধারণ করে চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Comments

comments