ভারত ও চীনের বিতর্কিত লাদাখ মধ্যকার চলমান উত্তেজনা কমাতে উভয় দেশ একমত হয়েছে। গত শুক্রবার কোর কমান্ডার স্তরের অষ্টম দফার বৈঠকে প্যাংগং হ্রদ লাগোয়া অঞ্চলে বিভিন্ন ইস্যুতে তিনটি পদক্ষেপের বিষয়ে ‘ইতিবাচক আলোচনা’ হয়েছে বলে জানায় সংবাদ সংস্থা এএনআই।
তাদের প্রকাশিত খবরে বলা হয়, গত এপ্রিল-মে মাসের আগের অবস্থানে ফিরে যাওয়ার বিষয়ে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে একমত হয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে প্যাংগং এলাকায় ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া শুরু সিদ্ধান্তও নেন তারা।
দ্বিতীয় পর্যায়ের পদক্ষেপের মূল বিষয় প্যাংগং হ্রদের উত্তর তীরে ডিএসক্যালেশন প্রক্রিয়া। একটি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থার দাবি, সেখান থেকে প্রতিদিন ৩০ শতাংশ করে সেনা সংখ্যা কমানোর বিষয়ে সম্মত হয়েছে উভয়পক্ষ।
তৃতীয় পর্যায়ে ‘সংঘাতের নয়া ক্ষেত্র’, প্যাগংয়ের দক্ষিণ তীরের বিভিন্ন এলাকা থেকে সেনা পেছানোর বিষয়ে ঐকমত্য হয়েছে বলে ওই খবরে দাবি করা হয়।
Comments
comments