ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে বাসচাপায় অটোরিকশা চালক ও নির্মাণ শ্রমিক নিহত

প্রতিবেদক
Kolom 24
জুলাই ১৪, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই নির্মাণশ্রমিক। আজ সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোচালক কাইয়ুম মিয়া (৪২) ও নির্মাণশ্রমিক জুয়েল মিয়া (৩২। কাইয়ুম পৌর শহরের ভৈরবপুর মনামারা এলাকার আলী হোসেনের ছেলে। জুয়েল উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের জালাল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে বাঁশগাড়ি গ্রাম থেকে জুয়েলসহ কয়েকজন নির্মাণশ্রমিক কর্মস্থলে যেতে অটোরিকশায় ওঠেন। রিকশাটি গ্রামের সড়ক থেকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উঠলে পেছন দিক থেকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামল ছায়া পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জুয়েলের মৃত্যু হয়। ঢাকায় নেওয়ার পথে কাইয়ুম মারা যান। আহত ব্যক্তিদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উদ্ধারকাজে নেতৃত্ব দেন ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান। তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

Comments

comments