ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Kolom 24
জুলাই ১৯, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুলসুম বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কুলসুম বেগম ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার মো. মিজানুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, আমামি কুলসুম বেগম (৪৫) গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পালিয়ে ছিল। তিনি ২টি মামলায় সাজাপ্রাপ্ত। ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় ২০১২ সালে কুলসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। এ মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এছাড়া ভৈরব থানায় ২০১৩ সালে করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৮ জুলাই) সাজাপ্রাপ্ত আসামি কুলসুমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

comments