ঢাকাবুধবার , ২ মার্চ ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মানবসেবায় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করল কিশোরগঞ্জ জেলা পরিষদ

প্রতিবেদক
Kolom 24
মার্চ ২, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

করোনা মোকাবেলা ও মানবসেবার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের ৪টি প্রতিষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। বুধবার (২ মার্চ) সকালে জেলা পরিষদ চত্বরে সাড়ে ১৬ লাখ টাকার ৩১টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ।

এ উপলক্ষে আয়োজিত অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডাঃ বুলবুল আহমেদ, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডাঃ সিনথিয়া তাসমিন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রকৌশলী আবুল খায়ের শিকদার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর ইনচার্জ মোঃ আনিছুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জানা যায়, ২০২১-২২ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় “জেলা পরিষদ উন্নয়ন সহায়তা” এডিপি খাতের অধীনে কোভিড- ১৯ মোকাবেলায় স্বাস্থ্য সামগ্রী ক্রয়ের বরাদ্দকৃত সাড়ে ১৬ লাখ টাকায় মোট ৩১টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার ক্রয় করা হয়। চাহিদাপত্র অনুযায়ী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩টি অক্সিজেন সিলিন্ডার, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি, বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি ও নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষ ৬টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার প্রদান করা হয়।

উল্লেখ্য করোনা দুর্যোগে কিশোরগঞ্জ জেলা পরিষদ বিভিন্ন সময় করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ, ত্রাণ ও অর্থ সহায়তা দিয়ে আসছে।

Comments

comments