ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণঃ দগ্ধ এক নারীর মৃত্যু

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ২৫, ২০২০ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চিকিৎসাধীন ৯ জনের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। বাকি ৬ জনের অবস্থাও আশঙ্কাজনক।

আজ রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সেপাহি নেছা (৬২) মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাজীপুর গ্রামের আবদুস সালামের স্ত্রী।

মিঠামইন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল শনিবার দুপুরে মিঠামইনের কাটখাল গ্রামে রান্না করার সময় গ্যাসের পাইপের লিক থেকে আগুনে একই পরিবারের নয়জন দগ্ধ হন।

দগ্ধ সবাইকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ৭ জনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

Comments

comments