হোসেনপুরে শিশুদের হাসি পাঠাগারের উদ্যোগে মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশুদের হাসি পাঠাগারের আয়োজনে এতে প্রায় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
শিশুদের হাসি পাঠাগারের প্রধান উপদেষ্টা এবিএম ছিদ্দিক চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর সরকারি কলেজের অধ্যক্ষ ওয়াহিদুজ্জামান । সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ লুৎফর রহমান মানিক।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুদের হাসি পাঠাগারের উপদেষ্টা সাব্বির আহমেদ, আশারাফ আহমেদ, জাকির হোসেন, মাধাকলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ফজলুল হক, প্রশিকা এলাকা ব্যবস্থাপক লুৎফর রহমান, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের প্রভাষক রেজাউল করিম রাসেল ও হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক খায়রুল ইসলাম।
৩ টি ক্যাটাগরিতে ভাগ হয়ে প্রাথমিকের শিক্ষার্থীরা ছড়া আবৃত্তি, মাধ্যমিকে কবিতা আবৃত্তি ও কলেজ পর্যায়ে বক্তৃতায় অংশগ্রহণ করে। আবৃত্তির বিষয় ছিল বঙ্গবন্ধু ও বাংলাদেশ অন্যদিকে বক্তৃতার বিষয় ছিল শোক দিবসের তাৎপর্য।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শরফুদ্দীন আলম ভান্ডারী। পুরো আয়োজনটিতে সহযোগিতা করেন পাঠাগারের মাহফুজুল হক ফাহাদ, জুনায়েদ রাব্বি প্রকাশ,নাহিদ হাসান জীম,রানা, আবির, তন্ময়, মীম, ওয়েস এবং পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
এই আয়েজনটি নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিশুদের হাসি পাঠাগারের সভাপতি বলন, নতুন প্রজন্মের নিকট বঙ্গবন্ধু কে তুলে ধরতে আমাদের এই আয়োজন।
Comments
comments