ঢাকাশনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুর বাড়িতে ডেকে এনে হত্যা, অভিযুক্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ২৩, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে এক ব্যক্তিকে মারপিটে হত্যার মামলায় এজাহারনামীয় আসামি হুমায়ুন মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার গাইটাল চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার হুমায়ুন মিয়া সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের সুন্দিরবন গ্রামের আব্দুল গণির ছেলে। অন্যদিকে নিহত খোকন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের সুন্দীরবন গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খোকন মিয়া ঢাকায় থেকে প্রাইভেটকার চালাতেন। তাঁর স্ত্রীর নাম মোছা. হোসনা (৩৫)। এই দম্পতির তিন সন্তান আছে। পারিবারিক বিরোধের জের ধরে মাস দুয়েক আগে সন্তানদের রেখে একই গ্রামের বাবা বাড়িতে চলে যায় হোসনা। প্রতি সপ্তাহে খোকন মিয়া বাড়িতে গেলে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতেন।

কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে খোকন মিয়া ঢাকা থেকে বাড়িতে গেলে স্ত্রী হোসনা মোবাইলে কল করে স্বামীকে তাঁদের বাড়িতে যেতে বলেন। স্ত্রীর ফোন পেয়ে রাত সোয়া ১১টার দিকে খোকন মিয়া শ্বশুরবাড়িতে গেলে সেখানে আটকে রেখে তাঁকে মারপিট করা হয়। মারপিটে খোকন মিয়া গুরুতর আহত হলে তাঁকে পরদিন শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মো. আশরাফুল কবির জানান, এ ঘটনায় শনিবার (০২ ডিসেম্বর) খোকন মিয়ার ছোট বোন মোছা. শিউলী আক্তার বাদী হয়ে স্ত্রী হোসনাসহ ১১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এ মামলার ২ নম্বর আসামি মো. আকাশ মিয়াকে পুলিশ ঘটনার পরপরই গ্রেপ্তার করে। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, হুমায়ুন মিয়াকে শনিবার (২৩ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

Comments

comments