ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোহনগঞ্জে যুবলীগ কর্মী মোকারম হোসেনের উপর কতিপয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাইলোড়ায় ব্যাক্তিগত কাযার্লয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাঘান সিয়াধার ইউনিয়ন চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক।

তিনি বলেন, সোমবার রাত ১২ টায় বেথাম থেকে মোহনগঞ্জ আসার পথে মোহনগঞ্জ -আদর্শনগর সড়কের দেওথান এলাকায় মোকারমের মোটর সাইকেল আটকিয়ে এ হামলা করে তার মোটর সাইকেল পুড়িয়ে দেয়। পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় মোকারম আহত হলে তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সংবাদ সম্মেলনে এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এ ব্যাপারে মোহনগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক মো. সুলতান আহম্মেদ, যুবলীগের যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন, যুবলীগ নেতা পিয়াস, মাহবুবুর রহমান নান্টু প্রমূখ ।

Comments

comments