বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী পরীক্ষা নিল কিশোরগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ সমাপনী পরীক্ষা হয়বতনগর এ.ইউ কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
সূত্র জানায়, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্ৰ, শহর সমাজসেবা কার্যালয় কিশোরগঞ্জের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড (৩৬০ ঘন্টা) কোর্সের এ সমাপনী পরীক্ষায় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে ৪৪০ জন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়ায় ২৫ জন, আমীন শীপে ১৪ জন এবং ড্রেস মেকিং এন্ড টেইলরিংয়ে ৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।
সমাপনী পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান, সহকারি পরিচালক মোঃ শহীদুল্লাহ, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, হয়বতনগর এ.ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, হোসেনপুর উপজেলা সমাজসেবা অফিসার ও সমন্বয় পরিষদের কার্যকরী সদস্য এহছানুল হক, আজকের পত্রিকা এর জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন প্রমুখ ।
উল্লেখ্য যে, শহর সমাজসেবা কার্যালয়, কিশোরগঞ্জ হতে বেকার, ছাত্র, যুবক, শিক্ষিত, অর্ধ-শিক্ষিত মিলিয়ে এ পর্যন্ত ২৩ হাজারের অধিক শিক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়েছে।
Comments
comments