ঢাকাশনিবার , ১৫ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে ভ্রাম্যমাণ আদালত

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ১৫, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা ও চট্টগ্রামে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতে ১০টি ভ্রাম্যমাণ আদালত নামিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটি (বিআরটিএ)…। শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন পরিবহন চালক ও হেলপারকে জরিমানার আওতায় আনা হয়। একইসঙ্গে মাস্ক পরিধান নিশ্চিতে চালক ও যাত্রীদের সতর্ক করা হয়।

সড়কে পরিবহন আইন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে ১০টি ভ্রাম্যমাণ আদালত সড়কে কাজ করছে বলে তথ্য নিশ্চিত করেন বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন।

এর মধ্যে শাহবাগ, গুলিস্তান, ফুলবাড়ীয়া বাসটার্মিনাল, মতিঝিল, রমনা, ওয়ারি, চকবাজার, গেণ্ডারিয়া, ডেমরা, বংশাল, লালবাগ, শ্যামপুর, সূত্রাপুর, হাজারীবাগ ও সদরঘাট ও এর আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে।

কেরানীগঞ্জ, ঢাকা-মুন্সীগঞ্জ মাওয়া এক্সপ্রেসওয়ে, সায়েদাবাদ বাসটার্মিনাল, যাত্রাবাড়ী, ডেমরা, ঢাকা-সিলেট-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত-৪। এর নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন মনিরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত-৫-এর অভিযান পরিচালিত হয়েছে- ইসিবি চত্বর, বনানী, কাকলী রেলস্টেশন এলাকা, মহাখালী বাসটার্মিনাল…, গাজীপুর সড়কে সিটি করপোরেশন সীমানা এলাকা, ৩০০ ফিট এলাকা এবং ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে সিটি সীমানা ও এর আশপাশ এলাকায়।

দিয়াবাড়ী, জোয়ারসাহারা, খিলক্ষেত, ঢাকা-আবদুল্লাহপুর সড়কে সিটি করপোরেশন সীমানা এবং উত্তরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত-৬-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হচ্ছে। একইভাবে তেজগাঁও, ফার্মগেট, আদাবর, কলাবাগান, ধানমন্ডি, নিউমার্কেট, মোহাম্মদপুর, বসিলা ব্রিজ, বাবু বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত-৭-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে।

Comments

comments