ঢাকামঙ্গলবার , ১৪ জুন ২০২২
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাওরে নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার

প্রতিবেদক
Kolom 24
জুন ১৪, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

হাওরে নৌকাডুবিতে নিখোঁজ তিন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার একদিন পর মঙ্গলবার (১৪ জুন) সকালে ইটনার সহিলার হাওর থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃতরা হলেন, জেলার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের দামিহাহাটি গ্রামের মোস্তফার পুত্র মাসুদ মিয়া (২৫), করিমগঞ্জ উপজেলার হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র সিরাজ উদ্দিন (৩৫) ও একই গ্রামের মৃত সওদাগরের পুত্র ওয়াসিম (৪২) ।

জানা যায়, সোমবার দুপুরে তাড়াইল উপজেলা থেকে গাছের ডালবোঝাই একটি নৌকা ইটনার ধনপুরে যাচ্ছিল। দুপুরে ইটনা উপজেলার সহিলা-ধনপুর হাওরের মাঝামাঝি স্থানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার মাঝি ও এক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অপর তিনজন নিখোঁজ হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে মঙ্গলবার সকালে ডুবে যাওয়া নৌকার ভেতর থেকে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়।

ইটনা থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, লাশগুলো পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

comments