কিশোরগঞ্জে দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে র্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৪ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (০৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মুন্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি মোঃ মুর্শিদ (৩৮) কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের আবু জাহেদের ছেলে।
পুলিশ জানায়, মুর্শিদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে ২০০০ সনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর আদালত থেকে তিনি জামিন নেন। জামিন পেয়ে সে পালিয়ে যায়। আসামি মুর্শিদের অনুপস্থিতিতে মামলাটির বিচার শেষে ২০১৭ সালে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। এর মধ্যে তিনি বিদেশে পাড়ি জমান। দীর্ঘদিন বিদেশে থাকার পর কয়েক মাস আগে তিনি দেশে ফিরে আসেন। কিন্তু গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেন। এভাবে দীর্ঘ ২২ বছর পালিয়ে থাকেন তিনি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, গ্রেপ্তার এড়াতে মুর্শিদ দেশ-বিদেশে ২২ বছর যাবত পালিয়ে ছিল। তাকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
Comments
comments