ঢাকাশনিবার , ৫ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. দেশজুড়ে
  3. পজিটিভ বাংলাদেশ
  4. ফটো গ্যালারি
  5. ফিচার
  6. ভিডিও গ্যালারি
  7. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

৬ডিসেম্বর দিনাজপুরের নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস

প্রতিবেদক
Kolom 24
ডিসেম্বর ৫, ২০২০ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের (৬ ডিসেম্বর) মহান স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনীর দখল থেকে আজকের দিনে ভোরে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী নবাবগঞ্জ উপজেলা এলাকাকে পাক হানাদার মুক্ত করেন। নবাববগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ আলী তালুকদার জানান- টানা ৯ মাস যুদ্ধ চলাকালে আজকের দিনে ৭নং সেক্টরের অধীনে স্থানীয় মুক্তিযোদ্ধা শাহ মাহফুজার রহমান, শামসুল আরেফিন, মকবুল হোসনসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর তীব্র আক্রমণের শিকার হয় পাক হানাদার বাহিনী। তাদের আক্রমণের কারণে পিছু হটতে থাকে হানাদার বাহিনী। এক পর্যায়ে উপজেলার ভাদুরিয়া নামক স্থানে পাক হানাদারদের সাথে মিত্র বাহিনীর তুমুল লড়াই হয়। সেখান থেকে পাক হানাদাররা মিত্র বাহিনীর নিকট পরাজিত হবার আশংকায় পিছু হটতে হটতে ঘোড়াঘাট এলাকায় যায় এবং নবাবগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। উপজেলার ৫নং পুটিমারা ইউপি চেয়ারম্যান মো: সরোয়ার হোসেন জানান মুক্ত দিবসে চড়ার হাট শহীদ সৃতি ফলকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: দবিরুল ইসলাম জানান ৬ডিসেম্বর নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস এ দিবস পালনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় ।

Comments

comments