ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করল সৌদি

প্রতিবেদক
Kolom 24
নভেম্বর ২৪, ২০২০ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় জেদ্দার কাছে তেল স্থাপনায় বিস্ফোরণের কথা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ বলেছে, হুতিরা ‘বিশ্ব অর্থনীতি ও এর সরবরাহ পথের মূলে’ আঘাত হেনেছে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, দেশটির উত্তর শহরে সোমবার স্থানীয় সময় সকাল ৩ টা ৫০ মিনিটের সময় জ্বালানি ডিট্রিবিউশন স্টেশনের জ্বালিনি ট্যাংকে বিস্ফোরণ ঘটে।

জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই বিস্ফোরণ সন্ত্রাসী হামলা। তবে আরামকোর কোনো ক্রেতাকে জ্বালানি সরবরাহে সমস্যা হয়নি।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানিয়েছেন, ইরান সমর্থিত হুতি জঙ্গিরা অপরাধী হিসেবে শনাক্ত হয়েছে। তারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে।

তিনি বলেন, এই হামলা শুধুমাত্র সৌদি আরবের সম্পত্তিতে হয়নি, বিশ্ব অর্থনীতি ও এর সরবরাহ পথের মূলে’ আঘাত হেনেছে।

তেল স্থাপনায় হামলার বিষয়ে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, কুদস-২ ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে ওই সৌদির বৃহৎ তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে।

জেনারেল সারিয়ি আরও জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে এবং সম্প্রতি সৌদি আরবের অভ্যন্তরে হামলা চালিয়ে এর পরীক্ষা সম্পন্ন হয়।

ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অব্যাহত আগ্রাসন এবং অবরোধের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে গণমাধ্যমকে জানান জেনারেল সারিয়ি।

২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী দখল করে নিলে এ সংঘাত শুরু হয়।

ইয়েমেনযুদ্ধকে আন্তর্জাতিক সম্প্রদায় আঞ্চলিক শক্তি ইরান ও সৌদি আরবের মধ্যকার ছায়াযুদ্ধ হিসেবে দেখে থাকে।

সূত্র: আরব নিউজ ও ডেইলি সাবাহ

Comments

comments