ঢাকামঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কাতারে সহস্রাধিক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রস্তুতি নিতে গিয়ে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে’র অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, এই বিশ্বকাপের জন্য স্টেডিয়ামসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে গিয়ে দক্ষিণ এশিয়ার সাড়ে ৬ হাজারেরও বেশি শ্রমিকের প্রাণ গেছে..। ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত কাতারে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার এসব শ্রমিকদের মৃত্যু হয়.।

এই পরিসংখ্যানে দেশগুলোর সরকারি হিসাবও তুলে ধরেছে গার্ডিয়ান..। এর মধ্যে বাংলাদেশি শ্রমিক’ই মারা গেছে ১ হাজার ১৮ জন। আর ভারতের ২,৭১১ জন, নেপালের ১৬১৪ জন, পাকিস্তানের ৮২৪ এবং শ্রীলঙ্কার ৫৫৭ জন শ্রমিক মারা গেছে.।

গত ১০ বছরে বিশ্বকাপ আয়োজনে’র জন্য অভাবনীয় সব প্রকল্প হাতে নিয়েছে কাতার। সাতটি নতুন স্টেডিয়াম বানানো’সহ আরও অনেক বড় বড় প্রকল্প নিয়ে কাজ করছে দেশটি..। এছাড়া নতুন একটি বিমানবন্দর’সহ নতুন রাস্তাঘাট ও আধুনিক গণপরিবহন ব্যবস্থাও চালু করা হচ্ছে।

Comments

comments