ঢাকাসোমবার , ২৫ জানুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিকে নির্যাতনের দায়ে অভিনেতাকে দোষী সাব্যস্ত

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২৫, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

সাবেক অভিনেতা-পরিচালক নগ আইক লিওঙ্গ ওরফে হুয়াং ইলিয়াংকে দোষী সাব্যস্ত করেছেন সিঙ্গাপুরের আদালত। পরিচ্ছন্নতাকর্মীকে নির্যাতনের মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

শুক্রবার জেলা জজ জন এনজি ২০১৮ সালের ওই ঘটনার বিচার শেষে তাকে নির্যাতন একটি ঘটনায় দোষী হিসেবে সাব্যস্ত করে রায় দেন। ৫৯ বছর বয়সী সাবেক এই অভিনেতার কী সাজা হবে সে বিষয়ে ২৬ ফেব্রুয়ারি আদালত সিদ্ধান্ত দেবে।

জানা গেছে, এই মামলায় দোষীদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা ও বেত্রাঘাতের বিধান রয়েছে। তবে নগ পঞ্চাশোর্ধ্ব হওয়ায় তাকে বেত্রাঘাত করা যাবে না।

২০১৮ সালের ১১ ডিসেম্বর একটি ধাতব পদার্থ দিয়ে বাংলাদেশি জাহিদুলের পেটে ও মাথায় আঘাত করেছিলেন নগ আইক লিওঙ্গ। এই ঘটনায় জাহিদুল বেঁচে গেলেও কোমর ও মাথার খুলিতে আঘাত পান। তবে জাহিদুলের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

নগ আইক লিওঙ্গ ২০ বছরের বেশি সময় অভিনয় করেছেন। তিনি পর পর ২০০২, ২০০৩, ও ২০০৬ সালে সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেন। ২০০৮ সালে মিডিয়াকর্প ছেড়ে নিজের প্রযোজনা সংস্থা চালু করেন তিনি।

সূত্র- স্ট্রেইটস টাইমস।

Comments

comments