ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

স্পেনে জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ২৬, ২০২০ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে ব্যাপক সতর্কতা নিচ্ছে ইউরোপের দেশগুলো। সংক্রমণ এড়াতে এবার দেশব্যাপী জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্পেন। ২৫ অক্টোবর, রোববার থেকে রাত্রিকালীন কারফিউ কার্যকরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এ কারফিউ প্রতি রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি।

পেদ্রো সানচেজ জানান, জরুরি অবস্থার আওতায় আঞ্চলিক চলাচলে নিষেধাজ্ঞা দিতে পারে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন। করোনা এড়াতে নতুন বিধি বিধানের সময়সীমা ১৫ দিন থেকে ৬ মাস পর্যন্ত বাড়াতে সংসদের অনুমতি চাইবেন তিনি।

সংক্রমণের ঢেউ থামাতে শনিবার ইতালিও নাগরিকদের জন্য নতুন বিধি-নিষেধ আরোপ করেছে। এদিকে, ফ্রান্সে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় সেখানে নতুন করে ৫২ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।

স্পেনের অর্ধেকের বেশি রাজ্যেই কঠোর বিধি-নিষেধ জারি করা হয়েছে। একই ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছিল গত এপ্রিলে যখন করোনার প্রথম প্রাদুর্ভাব শুরু হয় তখন। দেশটিতে ইতোমধ্যেই সংক্রমণ ১০ লাখ ছাড়িয়ে গেছে। অপরদিকে মারা গেছে ৩৫ হাজারের বেশি মানুষ।

Comments

comments