ঢাকাশনিবার , ২০ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কের প্রখ্যাত হাদিস বেত্তা মারা গেছেন

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ২০, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

তুরস্কের একজন প্রখ্যাত হাদিস বেত্তা মুহাম্মদ এমিন সারাক মারা গেছেন। তিনি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সারাক।

তার বয়স ৮০ বছরের বেশি বলে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে। হাদিস বিষয়ে তার বেশ পারদর্শীতা ছিল। তুরস্কের উত্তরাঞ্চলীয় টোকাট প্রদেশের এরবায় তার জন্ম হয়।

পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য ১৯৪৩ সালে তার পরিবার তাকে ইস্তাম্বুল পাঠায়। পরে আরও শিক্ষার জন্য তিনি মিশর যান। সেখানে গিয়ে তিনি দীর্ঘ নয় বছর হাদিসের ওপর পড়াশোনা করেন।

‘সারাকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা, যোগাযোগ পরিচালক ফাহরেত্তিন আলতুন, ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) ডেপুটি চেয়ারম্যান নুমান কুর্তুলমাস এবং অন্যান্য কর্মকর্তা শোক জানিয়েছেন।’

Comments

comments