ঢাকাবুধবার , ২৪ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘ভারত-পাকিস্তানের প্রধান সমস্যা কাশ্মীর’

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘ভারত ও পাকিস্তানের একমাত্র সমস্যা হচ্ছে কাশ্মীর। আর এই সমস্যা কেবল আলোচনার মাধ্যমেই সমাধান করা যাবে বলেও জানিয়েছেন তিনি।’

বুধবার কলম্বোয় পাকিস্তান-শ্রীলঙ্কা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্সে এমন মন্তব্য করেছেন ইমরান খান। ওই অনুষ্ঠানে তার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেও উপস্থিত ছিলেন।

দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বাড়াতে এই কনফারেন্সের আয়োজন করা হয়। দুইদিনের রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার মাধ্যমে এই অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। এছাড়া ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি হবে যা মানুষের সার্বিক উন্নয়ন নিয়ে আসবে।

এসময় তিনি আরও বলেন, ‘পাকিস্তান ও শ্রীলঙ্কা উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোর দারিদ্র্য দূর করতে পারে…।

এজন্য ইউরোপীয় ইউনিয়নের আদলে বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি জোট গড়ে তোলারও প্রস্তাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

Comments

comments