ঢাকাশুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরলেন ৩ চীনা নভোচারী

প্রতিবেদক
Kolom 24
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

চীনের দীর্ঘ মহাকাশ মিশন (৯০ দিন) শেষে তিনজন নভোচারী অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন। এই তিন নভোচারী পৃথিবীর…৩৮০ কিলোমিটার (২৪০ মাইল) উপরে চীনের তৈরি মহাকাশ স্টেশন তিয়ানহে মডিউলে অবস্থান করছিলেন।

নিই হাইশেং, লিউ বোমিং এবং টাং হনবো শুক্রবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর একটা ৩৫ মিনিটে আবার মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন। খবর বিবিসির।

গোবি মরুভূমি থেকে তারা মহাকাশে যাত্রা শুরু করেন গত ১৭ জুন। এরপর অভিযান শেষে বৃহস্পতিবার স্পেস স্টেশন থেকে… নিজেদের বিচ্ছিন্ন করে, শেনঝু-১২ নামের মহাকাশযানে ওঠেন তারা। সফল অভিযান শেষে পা রাখলেন পৃথিবীতে।

চীনের এ সফল অভিযান মহাকাশ স্টেশনে আধিপত্য বাড়াতে আরও বেশি আত্মবিশ্বাসী ও সক্ষমতা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের গ্লোবাল টাইমসের প্রতিবেদন বলছে, মহাকাশ স্টেশনে থাকাকালীন এই তিন নভোচারী বিভিন্ন কাজ করেন। পৃথিবীতে বিভিন্ন রকম তথ্য পাঠানো পাঠিয়েছেন তারা…।

সম্প্রতি কয়েক বছর ধরে মহাকাশ গবেষণার ওপর জোর দিয়েছে চীন। সে অনুযায়ী কাজও করছে অর্থনৈতিকভাবে আধিপত্য বিস্তারকারী দেশটি। ২০১৯ সালে চীন বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের সবচেয়ে দূরের অংশে রোবট পরিচালিত রোভারযান পাঠিয়েছিল।

আন্তর্জাতিক স্পেস স্টেশন প্রকল্পে চীনকে অংশ নিতে দেয়া হয়নি। ফলে তারা নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করেছে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে… যুক্তরাষ্ট্র। এই প্রকল্পে তারা রাশিয়া, ইউরোপ, জাপান এবং কানাডার সাথে একযোগে কাজ করছে।

Comments

comments