ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এঁর ব্যঙ্গচিত্র প্রদর্শণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ৩০, ২০২০ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এঁর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসল্লীরা। আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মুসল্লীরা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে জুম্মা’র নামাজ শেষে বাইতুন নূর জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় ফ্রান্সের পণ্য বয়কটসহ বিভিন্ন স্লোগান দেয়। পরে বাইতুন নূর জামে মসজিদের সামনে প্রতিবাদ সভা হয়। এতে বাইতুন নূর জামে মসজিদ, আকবরিয়া জামে মসজিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় জামে মসজিদ, কেশবা জামে মসজিদসহ বিভিন্ন মসজিদের খতিবগণ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন-আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এঁর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী দেশের পণ্য বয়কট করাসহ বিচারের দাবী করছি। তারা আরও বলেন- বিশ্ব মুসলমান আজ ফ্রান্সের বিচার চায়। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সকে বয়কটের আহ্বানও জানান বক্তারা।

Comments

comments