ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শাবিতে নতুনরুপে ডে-কেয়ার সেন্টার চালু

প্রতিবেদক
Kolom 24
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের শিশু সন্তানদের দেখভাল করার সুবিধার্থে নতুনরুপে ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত এই ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এর আগে ২০১৭ সালে এই ডে-কেয়ার সেন্টার চালু হলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় তা আবারো নতুন রুপে সাজানো হয়েছে।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, আমাদের সহকর্মীরা তাদের শিশু সন্তানদের নিয়ে অনেক সময় সমস্যায় পড়েন। তাই আমরা এর সুবিধাটি নিশ্চিত করতে এই ডে-কেয়ার ব্যবস্থা চালু করেছি। শিশুদের সবধরনের সুবিধা নিশ্চিতের পাশাপাশি তারা যাতে ঝুঁকিতে না থাকে সে ব্যবস্থা করতে হবে। এছাড়া ভবিষ্যতে এর পরিসর আরো বৃদ্ধি করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলম, প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন প্রমুখ।

প্রতিনিধি, শাবিপ্রবি  

Comments

comments