ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অভিযাত্রী

প্রতিবেদক
Kolom 24
মার্চ ২০, ২০২০ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

অলিক স্বপ্নের মোহজাল পেতে
ঘুম পাড়াতে আমি আসিনি
এসেছি ঘুম ভাংগাতে।

প্রবঞ্চিত অসহায় মানুষের
নিষ্প্রাণ বুকে এসেছি আমি
তারুণ্যের বহ্নি জ্বালাতে।

অমানিশার ঘোর তমসায়
দুর্যোগের ঘটা দেখে আমি
আসিনি ভয়ে পালাতে।

কালো রাত্রীর আঁধার পেরিয়ে
বিজয়ের গান শুনাতে এসেছি
রৌদ্রকরোজ্জল প্রভাতে।

মহা প্রলয়ের বিভীষিকা মাঝে
ভীত বিহ্বল হতে আমি আসিনি
এসেছি বিজয় ছিনাতে।

জরামৃত্যু আর্বজনা মুছে
এসেছি আমি নব সূর্যের
আলোক ছটা ছড়াতে।

রুদ্রঝড়ের মাতাল রোষে
ভীষণ শঙ্কায় আসিনি আমি
উড়ন্ত পাল গুটাতে।

উন্মত্ত উর্মির আর্বত পেরিয়ে
এসেছি আমি নির্বিঘ্নে আমার
তরি তটে কুলাতে।

হিংস্র হায়েনার ভ্রুকুটি ভয়ে
দুর্গম পথযাত্রা আমার
আসিনি আমি থামাতে।

কুটিল চক্রের ষড়যন্ত্র জাল
ছিন্ন করিতে এসেছি আমি
মরণপণ আঘাতে।

ভাগ্যহত মানুষের রক্ত শুষে
গড়িতে আসিনি ভাগ্য আমার
এসেছি পুষ্প ছড়াতে।

যত অনাচার জঞ্জাল মাড়িয়ে
সুখের সোপান রচিতে আমি
এসেছি এই ধরাতে।

কবি- মোহাম্মদ সামছুল আলম

Comments

comments