ঢাকামঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

প্রতিবেদক
Kolom 24
অক্টোবর ৪, ২০২২ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

“সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা ও মুজিববর্ষের প্রত্যয় বাল্যবিবাহ আর নয় এ স্লোগানের মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা এর সভাপতিত্বে, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সভায় স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল স্বাগতিক বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আদনান আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম, ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার এম এ বাকী বিল্লাহ।

উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদরুল আলমসহ মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষণার্থী ও কর্মচারীবৃন্দ।

Comments

comments