ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড় আমফানঃ বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ২০ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
Kolom 24
মে ২১, ২০২০ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বিষখালি নদীর বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় ২০টি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষখালী নদীর পানি ৭ থেকে ৮ ফুট বৃদ্ধি পাওয়ায় অনেক বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজদি ও বহু স্থাপনা ভেঙ্গে গেছে। উপরে পড়েছে বহু গাছপালা ও বিদ্যুতের খুটি। বিষখালী নদীর ৫ কিলোমিটার ভেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় কাঠালিয়া, আউরা, জয়খালী, চিংড়াখালী, বড় কাঠালিয়া, আওরাবুনিয়া, রগুয়ারচরসহ কমপক্ষে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে শতশত একর জমির ফসল, জলাশয়ের মাছ ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রাম অঞ্চলের অনেক স্থানের কাচা সংযোগ রাস্তা ভেঙ্গে বিভিন্ন বাড়ি ও এলাকার সাথে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বেড়ি না থাকায় বৃহস্পতিবার জোয়ারের পানি অনেক বাড়ি ঘরে ডুকে পড়েছে। ফলে বিষখালী নদীর তীরবতর্ী এলাকার মানুষ আতংকিত রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোর লোকজন বাড়ি ফেরা শুরু করেছেন। উপজেলা প্রাশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে আগত লোকদের খোঁজ খবর নেওয়াসহ শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

Comments

comments