ঢাকাবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২০
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. দেশজুড়ে
  5. পজিটিভ বাংলাদেশ
  6. ফটো গ্যালারি
  7. ফিচার
  8. বিনোদন
  9. ভিডিও গ্যালারি
  10. সারাদেশ
  11. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

প্রতিবেদক
Kolom 24
জানুয়ারি ২, ২০২০ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে দেশটা এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করে। র‍্যালিটি জেলা জেলা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমবায় কমিউনিটি সেন্টারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেল সুপার বজলুর রশিদ, বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. হুমায়ন আহমেদ কবীর ভূঁইয়া, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি মো. হুমায়ুন কবীর। শহর সমাজসো অফিসার মোছা. সালমা খানমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিসোর্স শিক্ষক মো.মহসীন,প্রতিবন্ধী সমন্বয় সংস্থার সভাপতি ইব্রাহীম, আরডিএসের সভাপতি স্বপন ঘোষ প্রমুখ।

পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সরকারী শিশু পরিবার বালিকার শিল্পীবৃন্দসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলা হতে আগত স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Comments

comments